BDNow24 News

শেষ আটে বার্সা ও রিয়ালের কঠিন প্রতিপক্ষ

শেষ চারে ওঠার লড়াইয়ে বার্সেলোনা খেলবে ফরাসি লিগের চ্যাম্পিয়ন পিএসজির সঙ্গে। আর রিয়াল খেলবে তাদের লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে। 
 
শেষ আটের অন্য দুই ম্যাচে মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ ও পোর্তো এবং ইউভেন্তুস ও মোনাকো। 
 
শুক্রবার সুইজারল্যান্ডের নিয়নে কোয়ার্টার-ফাইনালের এই ড্র অনুষ্ঠিত হয়।
 
ইউরোপ সেরার লড়াইয়ে এবারের আসরের গ্রুপ পর্বেও মুখোমুখি হয়েছিল বার্সেলোনা ও পিএসজি। দুই লেগের ওই লড়াইয়ে উভয় দলই তাদের নিজেদের মাঠে জয় পায়।
 
এছাড়া ২০১২-১৩ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে দেখা হয় বার্সেলোনা ও পিএসজির। দুই লেগের ওই লড়াইয়ে দুটি ম্যাচই ড্র হয়। তবে 'অ্যাওয়ে' গোলে এগিয়ে থেকে সেমি-ফাইনালে ওঠে কাতালুনিয়া দলটি।
 
এদিক নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকোকে হারিয়েই গত মৌসুমে দশমবারের মতো ইউরোপ সেরার শিরোপা জেতে রিয়াল। কিন্তু তারপর থেকে প্রতিবেশীদের আর হারাতে পারেনি কার্লো আনচেলত্তির দল। 
 
প্রতিবেশীদের বিপক্ষে রিয়ালের সাম্প্রতিক পারফরম্যান্স বড্ড হতাশার; এই মৌসুমে ইতোমধ্যে ৬বার মুখোমুখি হয়েছে তারা। তার মধ্যে ৪ বারই হেরেছে রোনালদো-বেলরা।
আগামী ১৪ ও ১৫ এপ্রিল এবারের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগ এবং ২১ ও ২২ এপ্রিল ফিরতি লেগ হবে।  
 
আগামী ৬ জুন জার্মানির রাজধানী বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে হবে ফাইনাল।
Previous
Next Post »
Thanks for your comment