BDNow24 News

গর্ভবতী হতে ফেসবুকে বিশেষ অফার দিয়েছে তরুনী!

রোমানিয়ান এক তরুণী গর্ভবতী হতে ফেসবুকে বিশেষ অফার দিয়েছেন! আ্যডলিনা আ্যলবু নামের ২৫ বছর বয়সী ওই তরুনী ফেসবুকে লিখেছেন, তিনি অযথাই কোন অর্থহীন সম্পর্কে জড়াতে চান না, কিন্তু তিনি একটি বাচ্চা চান। তাই কেউ যদি তাকে গর্ভবতী করতে পারে তাহলে সে তাকে ৩৫০ পাউন্ড দিতে প্রস্তুত।
ওই তরুণী আরো জানিয়েছেন, সে বন্ধু বা স্বামী এই সম্পর্কগুলোর ব্যাপারে মোটেও আগ্রহী নয়। তার কাছে এই সম্পর্কগুলো খুবই অপরিণত। তাই যে তার প্রস্তাবে রাজি হবে তাকে অবশ্যই অনাগত সন্তানের উপর সকল অধিকার ত্যাগ করতে হবে আর অর্থ নিয়ে কেটে পড়তে হবে।
আ্যডলিনার ওই পোষ্টে ইতোমধ্যেই অনেক আগ্রহী পুরুষের মন্তব্য জমা পড়েছে। এর মধ্যে অডেল্যাস্কি নামের একজন বলেছেন, ‘আমার অর্থ লাগবে না। আমি বিনা পয়সায় তোমার কাজটি করে দিতে চাই, কারন তুমি খুবই হট। আমাকে বলো কোথায় আর কখন?’
এর উত্তরে আ্যডলিনা বলেছেন, ‘আমি তোমার ব্যাপারে আগ্রহী নই, কারণ মনে হচ্ছে তুমি বিষয়টিকে গুরুত্বসহকারে নাওনি।’
Previous
Next Post »
Thanks for your comment