ফের ধর্ষণের শিকার এক বিদেশিনী৷ তবে এবার অভিযুক্ত বৃন্দাবনের এক সাধু৷ জনা গিয়েছে, সুদূর আমেরিকা থেকে বৃন্দাবনে বেড়াতে এসেছিলেন ওই মহিলা৷ তবে বৃন্দাবনের ধর্মীয় সংস্কৃতি দেখে ভক্ত হয়ে যান তিনি৷ কিন্তু এক ভন্ড সাধুর যৌন লালসার শিকার হলেন তিনি৷
পুলিশ সূত্রে খবর, ৪৩ বছর বয়সি ওই মহিলা গত ২৭ ফেব্রুয়ারি ক্যালিফোর্নিয়া থেকে বৃন্দাবনে আসেন ওই মহিলা৷ পরদিন সকাল থেকেই মহিলার পরিবার তাকে খুঁজে পাচ্ছিলেন না৷ পুলিশে অভিযোগ জানালে তাঁর খোঁজ শুরু হয়৷ গত তিন তারিখ বৃন্দাবনের কোতয়ালি এলাকা থেকে অর্ধনগ্ন ও অজ্ঞান অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করা হয়৷ মহিলার সারাগায়ে আঘাতের চিহ্ন মেলে৷ মহিলাকে হাসপাতালে ভর্তি করা হলে ধর্ষণের ঘটনা প্রকাশ্যে আসে৷ জ্ঞান ফিরলে মহিলা জানান এক সাধু তাকে ধর্ষণ করেছে৷
পুলিশের অবশ্য দাবি, এটি ধর্ষণের ঘটনা কিনা তা এখনও স্পষ্ট নয়৷ যদিও বৃন্দাবন ও সংলগ্ন অঞ্চলগুলির পর্যটন ব্যবসায়ীরা এই ঘটনায় বেশি উদ্বিগ্ন৷ আগ্রা ট্যুরিস্ট ওয়লফেয়ার চেম্বারের সম্পাদক বিশাল শর্মা জানান, একজন আমেরিকান মহিলা তিন দিন নিখোঁজ রইলেন, অথচ পুলিশ তাকে খুঁজে বের করতে পারল না৷ এছাড়াও এই বিষয়ে রাজ্যের স্বরাষ্ট্র দফতরের হস্তক্ষেপ দাবি করেছেন তিনি৷
ConversionConversion EmoticonEmoticon