BDNow24 News

স্কুলছাত্রীকে গণধর্ষণের পর ভিডিও হোয়াটসঅ্যাপে!

হবিগঞ্জ শহরে এক স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণ করেছে দুর্বৃত্তরা। এরপর ধর্ষণের ভিডিওচিত্র বার্তা আদান-প্রদানের জনপ্রিয় অ্যাপ্লিক্যাশন হোয়াটসঅ্যাপে ছেড়ে দেয়। এই অভিযোগে মামলার পর আজ মঙ্গলবার দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।



গ্রেপ্তার হওয়া দুজন হলো হবিগঞ্জ শহরের বগলা বাজার এলাকার রাজন দেব (২১) ও উমেদনগরের নূরুল আমিন আহমেদ মনির (২২)।
সদর মডেল থানার পুলিশ জানায়, গত ১৭ জুন সকালে শহরের অষ্টম শ্রেণির এক ছাত্রী বিদ্যালয়ে যাওয়ার পথে পিটিআই এলাকা থেকে একদল বখাটে তাকে অপহরণ করে। তারা মেয়েটিকে পিটিআইয়ের ভেতরে নিয়ে ধর্ষণ করে। এ সময় বখাটেরা ধর্ষণের পুরো ঘটনা মুঠোফোনে ধারণ করে। লজ্জায় মেয়েটি এ ঘটনা কাউকে জানায়নি। সম্প্রতি বখাটেরা ধর্ষণের ভিডিওচিত্র স্মার্টফোনের হোয়াটসঅ্যাপের মাধ্যমে বন্ধু-বান্ধবদের কাছে স্থানান্তর করে।
বিষয়টি আজ মঙ্গলবার ওই ছাত্রীর পরিবারের নজরে এলে দুপুরে ওই ছাত্রীর বাবা পাঁচজনের নাম উল্লেখ করে সদর মডেল থানায় মামলা করেন। এরপর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন শহরের বগলা বাজার এলাকা থেকে রাজন দেব ও কামড়াপুর ব্রিজ এলাকা থেকে নূরুল আমিন আহমেদ মনিরকে গ্রেপ্তার করেন।
ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িত অন্যদের ধরতে পুলিশের অভিযান চলছে।
https://youtu.be/h69p4v6JDqI
Previous
Next Post »
Thanks for your comment