BDNow24 News

ভারতে সব ম্যাচ জিততে চান স্ট্রিক-মুমিনুল

দুই সপ্তাহের সফরে সোমবার ভারত যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। রোববার শের-ই-বাংলায় ভারত সফরপূর্ব সংবাদ সম্মেলনে কোচ হিথ স্ট্রিক সফরে দলের লক্ষ্যের বিষয়ে জানান।
“আমরা সব ম্যাচ জয়ের চেষ্টা করব। সেটাই আমাদের লক্ষ্য। কোনো দলই হারতে পছন্দ করে না। আমরা ব্যতিক্রম নই।”
স্ট্রিকের মতে, ভারতের মাটিতে জয় পেলে সেটা হবে অনেক বড় অর্জন।
“জয়ের চেয়ে মধুর অনুভূতি আর নেই। বিশেষ করে, ভারতের মতো বড় দেশে, যেখানে অনেক ক্রিকেট খেলা হয়, সেখানে ওদের বিপক্ষে জিততে পারা হবে দারুণ অর্জন। সেই সুযোগটা আমরা নিতে চাই।”
কোচের কণ্ঠে সুর মেলালেন অধিনায়ক মুমিনুল হকও।
“আমরা চাই সব ম্যাচ জিততে। কোচ চাইছেন, আমরা সবাই চাইছি। জাতীয় দলে আমরা চারটি সিরিজ জিতেছি। এখানেও সবাই জয়ই প্রত্যাশা করছে।”
এমনিতে ‘এ’ দলের ম্যাচে দল ব্যাপারটির উপস্থিতি থাকে কম। ব্যক্তিগত লক্ষ্যই থাকে বেশি। কেউ জাতীয় দলে ফিরতে চান, কেউ জোর দাবি জানাতে চান। কেউ বা আবার চেনাতে চান নিজেকে।
তবে ব্যক্তিগত লক্ষ্যগুলোর সঙ্গে দলীয় লক্ষ্যকে এক বিন্দুতে মেলাতে চান হিথ স্ট্রিক।
“দুটো দিকই আছে। আমাদের অনেক তরুণ ছেলের জন্য এটি বড় সুযোগ অভিজ্ঞতা সঞ্চয়ের। পাশাপাশি জয়ের সংস্কৃতিও ধরে রাখতে চাই আমরা। আশা করি, জয়ের চেষ্টার পাশাপাশি ছেলেরা সেই আত্মবিশ্বাসটাও অস্ট্রেলিয়া সিরিজে বয়ে নিয়ে যাবে। তবে শধু অনুশীলনের জন্য যাচ্ছি না আমরা। কঠিন, লড়াকু ক্রিকেট খেলব।”
দুই সপ্তাহের সফরে তিনটি এক দিনের ও দুটি তিন দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল।
Previous
Next Post »
Thanks for your comment