বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সেরা পেসার রুবেল হোসেন মডেল ও অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপীর সাথে কথিত প্রেম নিয়ে বেশ কয়েকবার সমালোচনায় এসেছেন। এরপরও গত বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মাঠে খেলা চলাকালীন সময়ে একজন সুন্দরী মেয়ে প্লেকাড হাতে লিখেছিল, ‘আমাকে বিয়ে করো রুবেল, আমি তোমাকে অনেক সুখে রাখবো!’
পেসার রুবেল বর্তমানে বাংলাদেশ এ দলের হয়ে খেলতে ভারতে অবস্থান করছেন। এমন এক সময়ে তামিল নায়িকা স্বীনিতা দেবু রুবেলকে বাংলাদেশি খেলোয়ারদের মধ্যে সবচে শক্তিশালী আখ্যা দিয়ে তার সঙ্গে ডেটিং করার অফার করেছেন। ভারতীয় মিডিয়া আরপ্লাস রুবেল এবং স্বীনিতা দেবুকে নিয়ে এমনই এক খবর প্রকাশ করে সারাফেলে দিয়েছে।
1 comments:
Click here for commentsহাই
কেমন আছেন সবাই। ডেটিং শব্দটি বরতমানে খুবই জনপ্রিয় একটা শব্দ। আমরা সবাই ডেটিং করতে ছাই বাট সম্ভব হয়ে ওঠেনা। আপনি আমাদের সাইট এর মাধমে হেল্প নিতে পারেন। আসাকরি ভাললাগবে এর।আরও অধিক জানার জন্য ফাইন্ড কুরুন এই ঠিকানায়। ভিজিত-অনলাইন ডেটিং
ধন্নবাদ
মেহেবুব
ConversionConversion EmoticonEmoticon