চুয়াডাঙা, ১০ সেপ্টেম্বর- দ্বিতীয়বারের মতো বউ বদল করল দুই বন্ধু! গত রোববার রাতে আলোচিত এ ঘটনাটি ঘটেছে চুয়াডাঙার জীবননগর উপজেলার বাঁকা গ্রামে। ঘটনার বিবরণে জানা যায়, জীবননগর উপজেলার বাঁকা গ্রামের চা দোকানি আনারের (২৫) সাথে রাজমিস্ত্রি আবু জাফরের (২৫) অসম্ভব ঘনিষ্ঠ সম্পর্কের ব্যাপারটি অনেক আগেই মিডিয়াতে এসেছিল বন্ধুত্ব টিকিয়ে রাখতে বউ বদলের কারণে! বন্ধুত্বের সুবাদে ছিলো দুজন দুজনের বাড়িতে অবাধ যাতায়াত। এ সুযোগে দুই বন্ধু একে অপরের স্ত্রীর সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে। অবশেষে বন্ধুত্ব টিকিয়ে রাখতে বউ বদলের সিদ্ধান্ত নেয় দুই বন্ধু! সিদ্ধান্ত মোতাবেক গত বছর বাঁকা গ্রামের আইনাল হকের ছেলে রাজমিস্ত্রি আবু জাফর তার স্ত্রী লাইলী খাতুনকে (১৯) ঘনিষ্ঠ বন্ধু ফজলুর ছেলে আনারের সাথে এবং আনার তার স্ত্রী ১ সন্তানের জননী রোজিনা খাতুনকে (২০) আবু জাফরের সাথে বিয়ে দেয়। গত ১ বছর এভাবেই চলছিল সবকিছু। কিন্তু হঠাৎ করেই আবারও বউ বদলের সিদ্ধান্ত নেয় এই দুই ঘনিষ্ঠ বন্ধু। যেই কথা সেই কাজ, তাই গত রোববার রাতে তারা আবার বউ বদল করে। এখন দুই বন্ধুই সুখে সংসার করছে।
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
Subscribe to:
Post Comments (Atom)
ConversionConversion EmoticonEmoticon