BDNow24 News

যাকে বিশ্বের সেরা ব্যাটসম্যান বললেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক : টাইগার সেনাপতি মাশরাফি বিন মতুর্জা এখনো পরিবার নিয়ে দেশের বাইরে আর এরই মধ্যে ক্রিকেটের একটি গুরুত্বপূর্ণ দিক জানান মাশরাফি বিন মতুর্জা আপনার চোখে বিশ্বের সবচেয়ে ভালো ব্যাটসম্যান কে? জাতীয় দলের অগ্রনায়ক মাশরাফি বিন মতুর্জা প্রশ্নের মুখে পড়েন পরে মাশরাফি বেশ যুক্তিসহকারেই এই প্রশ্নের উত্তর দেন

ব্রায়েন লারা, জ্যাক ক্যালিস, রিকি পন্টিং, শচীন, ইমজামাম, মাইকেল ক্লার্ক ইউনুসের নাম বলেননি তিনি মাশরাফি বিন মতুর্জা বলেছেন বিদায় নিতে যাওয়া শ্রীলঙ্কার সাঙ্গাকারার কথা পরে মাশরাফি বলেন, ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলে আসছেন তিনি বিশ্বকাপে তিনি বেশ ধারাবাহিক মাশরাফি বলেন, ২০০৭ সালে তিনি আমাদের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করেন

পরে আমার কানে কানে বলেন, তোমরা মনে হয় আমাকে বড় মাপের ব্যাটসম্যান মনে করো না মাশরাফি সাঙ্গাকে সেদিন বলেন, কেন এই কথা বলছ তুমি? এখন এই সাঙ্গাকারাকেই বিশ্বের সেরা ব্যাটসম্যান হিসাবে অভিহি করলেন মাশরাফি বিন মতুর্জা
Previous
Next Post »
Thanks for your comment