ন্ত্রিত্ব চলে গেলেও মহাসড়কে অটোরিকশা চলতে দেয়া হবে না বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা পদুয়ার বাজার রেলওয়ে ওভারপাস পরিদর্শনকালে সাংবাদিকদের কাছে এ কথা বলেন।
মহাসড়কে তিন চাকার যান চলাচল নিষিদ্ধ করা সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, ‘জীবনকে হুমকির মুখে ঠেলে দিয়ে জীবিকার মূল্য দেয়া অর্থহীন।’ অটোচালকদের জীবন ও জীবিকা বিষয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, ‘চালক ও যাত্রীদের জীবন হুমকির মুখে ঠেলে দিয়ে কি আমি মানবিক দিক দেখব? না জীবনকে দেখব?
শুধুমাত্র ৩ হাজার কিলোমিটার মহাসড়কে তিন চাকার যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘অনেকে বলেন মানবিক দিক বিবেচনা করতে। কিন্তু মানবিক দিক বিবেচনা করেই তো আরো আড়াই লাখ কিলোমিটার সড়কে এ সকল যান চলাচল বন্ধ করা হয়নি।’
কুমিল্লা পদুয়ার বাজার রেলওয়ে ওভারপাস পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন মহাসড়কের ফোরলেন প্রকল্প ও সড়ক ও জনপথের উর্ধ্বতন কর্মকর্তারা।
ConversionConversion EmoticonEmoticon