প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বেও শেখ জামালের কাছে হেরেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। দারুণ লড়াই করার পর ৪-৩ গোলে হারে তারা।
প্রথম পর্বের ম্যাচেও লিগের বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামালের বিপক্ষে দারুণ লড়েছিল শেখ রাসেল। সেবার তারা হেরেছিল ১-০ গোলে।
এ জয়ের পর লিগের পয়েন্ট তালিকায় শীর্ষস্থান আরও সংহত করল শেখ জামাল; ১৬ ম্যাচে ৩৯ পয়েন্ট তাদের। আর এক ম্যাচ কম খেলে ২৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে শেখ রাসেল।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার দ্বাদশ মিনিটে ডারবো ল্যান্ডিংয়ের গোলে এগিয়ে যায় শেখ জামাল। ১২ মিনিট পরই মোহাম্মদ জাহিদ লক্ষ্যভেদ করলে সমতায় ফেরে শেখ রাসেল।
পুরো ম্যাচেই দুই দলের মধ্যে এগিয়ে যাওয়া আর সমতায় ফেরার লড়াই চলেছে।
৪০তম মিনিটে শেখ জামালের এমেকা ডারলিংটনের গোল পনের মিনিট পর শোধ করে দেন কিংসলে চিগোজি।
৮৫তম মিনিটে দামির ইবরিচ শেখ জামালের গোলরক্ষককে পরাস্ত করলে ৩-২ গোলে এগিয়ে যায় শেখ রাসেল। তবে পাঁচ মিনিটের মধ্যে ওয়েডসন আনসেলমে বর্তমান চ্যাম্পিয়নদের সমতায় ফেরান।
ম্যাচের যোগ করা সময়ে শেখ জামাল লিগে তাদের দ্বাদশ জয় নিশ্চিত করা গোলটি পায়; গোলটি করেন মোহাম্মদ লিংকন।
ConversionConversion EmoticonEmoticon