এক কলেজ ছাত্রীর অশ্লিল ছবি ইন্টার নেট কম্পিউটার সহ বিভিন্ন মোবাইল ফোনে ছড়িয়ে দেওয়ার অভিযোগ দু বখাটে কে আটক করেছে পুলিশ। রবিবার সন্ধ্যা ৬ টার দিকে গাংনী উপজেলার বালিয়াঘাট গ্রাম থেকে সাহাবুল ইসলাম ও মিলন নামের দু জন কে গ্রেফতার করে এসআই মেহেদী হাসান। এ ঘটনায় গাংনী থানায় পর্নগ্রাফি আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের জিজ্ঞসাবাদ করছে গাংনী থানা পুলিশ।
কলেজ ছাত্রীর পিতা বালিয়াঘাট গ্রামের রাশেদুল ইসলাম জানান,তার মেয়ে কে প্রেমের প্রস্তাব সহ নানা ভাবে উত্যাক্ত করে আসছিল আটককৃত সহ তাদের সঙ্গীরা। এর আগে তার বাড়িতে বোমা হামলা চালানো হয়েছে। মেয়ে কে অপহরনের হুমকিও দিয়ে ছিল চক্র টি। আটককৃতরা তার মেয়ের ছবি বিক্রত করে অশ্লিল ছবি বিভিন্ন ভাবে ছড়িয়ে দিয়েছে।
এ ঘটনায় তার মেয়ে মানষিক ভাবে বিপর্যস্থ হয়ে পড়েছে। হুমকির মধ্যে রয়েছে গোটা পরিবার। তিনি আরো জানান,তার মেয়ে একজন মেধাবী ছাত্রী চলতি বছরের এসএসসি পরিক্ষায় গোল্ডেন এ+ পেয়েছিল। পরিক্ষা চালাকালিন সময়ে তার মেয়ে কে অপহরনের হুমকি দিয়ে ছিল এ কারনে সর্তক অবস্থায় তাকে পরিক্ষায় হলে পৌছে দেয়া হতো।
এসব ঘটনা তৎকালিন স্কুল কর্তৃপক্ষ কে অবগত করা হয়েছিল। গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রয়োজনে তাদের রিমান্ড এনে সকল তথ্য উৎঘটন করা হবে। এবং দোষি ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। গ্রেফতারকৃত সাহাবুল ইসলাম বালিয়াঘাট গ্রামের আয়েল আলী ও আকাশ একই গ্রামের মিলন আলীর ছেলে।
ConversionConversion EmoticonEmoticon