ক’দিন আগেই ঘরের মাঠে ভারতের বিপক্ষে মাঠে নেমে ঝলক দেখিয়ে গোটা বিশ্বকে চিনিয়েছে বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। অভিষেকের পরপর দুই ম্যাচে নিয়েছিলেন ৫ উইকেটে। সর্বমোট ক্যারিয়ারের প্রথম তিনটি ওয়ানডেতে ১৩ উইকেট পেয়েছিল। তবে তার মতোই দক্ষিণ আফ্রিকা দলের কাগিসো রাবাদাও আজকে অভিষেক ম্যাচেই তুলে নিয়েছেন টাইগারদের ৫ উইকেট। ফলে কাবদার কাছে মুস্তাফিজুরের রেকর্ডটি ভাঙ্গার সুযোগ রয়েছে। এখন দেখার বিষয় তিনি তা করতে পারেন কিনা।
মিরপুর জাতীয় স্টেডিয়ামে শুক্রবার বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে তিনি এই কীর্তি দেখান।
নিজের দ্বিতীয় ওভারের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ বলে তিনি বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল, লিটন দাশ ও মাহমুদউল্লাহকে সাজঘরে পাঠান। হ্যাটট্রিক করেই থেমে থাকেননি রাবাদা। সৌম্য সরকারকেও সাজঘরের পথ দেখান তিনি। এ ম্যাচে রাদবা ৬টি উইকেট নিয়েছেন।
কেবল অভিষেকে হ্যাটট্রিক নয়, আরও অনেক রেকর্ডই সঙ্গী হয়েছে কাগিসো রাবাদার নামের পাশে। কার্টেল ওভারের এই ম্যাচে পুরো ৮ ওভার বল করে মাত্র ১৬ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন রাবাদা।
ক্রিকেট ইতিহাসে ওয়ানডে ম্যাচে প্রথম হ্যাটট্রিক করেন পাকিস্তানি বোলার জালালউদ্দিন। বাংলাদেশের ফাস্ট বোলার শাহাদাৎ হোসেন, রুবেল হোসেন এবং স্পিনার আব্দুর রাজ্জাক ও তাইজুল ইসলাম- এ চারজন বিরল কৃতিত্বের অন্যতম অংশীদার হন। এদের মধ্যে তাইজুল নিজের অভিষেক খেলাতেই হ্যাট্রিক করেন।
ConversionConversion EmoticonEmoticon