বিনোদন বিভাগে কাজের সুভাদে দেবকে ফোন করেছিলেন টাইমসের এক বিনেদন প্রতিবেদক। তিনি দেবের ব্যক্তিগত ফোনে ফোন করলে একজন অপরিচিত কন্ঠ ফোনটি ধরেন।
প্রতিবেদক দেবের সাথে কথা বলতে চাইলে ওপ্রান্ত থেকে থমথমে গলায় উত্তর আসে দেব মারা গেছে। আমি দেবের মৃত দেহের সামনে বসে আছি। কথাটি শুনে প্রতিবেদক রীতিমত আঁতকে উঠেন। তিনি সাথে সাথে ফোনের লাইন কেটে দিয়ে নাম্বার মিলিয়ে দেখেন ঠিক আছে নাকি। হা নাম্বার ও সঠিক আছে। তাহলে?
প্রতিবেদক দেবের সাথে কথা বলতে চাইলে ওপ্রান্ত থেকে থমথমে গলায় উত্তর আসে দেব মারা গেছে। আমি দেবের মৃত দেহের সামনে বসে আছি। কথাটি শুনে প্রতিবেদক রীতিমত আঁতকে উঠেন। তিনি সাথে সাথে ফোনের লাইন কেটে দিয়ে নাম্বার মিলিয়ে দেখেন ঠিক আছে নাকি। হা নাম্বার ও সঠিক আছে। তাহলে?
তিনি একটু অনুসন্ধানেই জানতে পারেন কয়েকদিন আগে নিজের ফোন নাম্বার বদলেছেন দেব। আর তার আগের নাম্বারটি অন্য আরেকজন ব্যবহার করছে।
গত কয়েক দিনে দেবের ফোন ধরতে ধরতে তিনি মহাবিরক্ত। ঘটনাটি যাচাই করার পর সেই প্রতিবেদক আবারও দেবের নম্বরে ফোন করেন।
উত্তরে সেই অচেনা ভদ্রলোক আরো এককাঠি সরেস, ‘দেব তো কিছুক্ষণ আগেই মারা গেছে। আমি তো এখন শ্মশানে।’ ঘটনাটি নিয়ে দেবের কোনো প্রতিক্রিয়া অবশ্য জানা যায়নি।
গত কয়েক দিনে দেবের ফোন ধরতে ধরতে তিনি মহাবিরক্ত। ঘটনাটি যাচাই করার পর সেই প্রতিবেদক আবারও দেবের নম্বরে ফোন করেন।
উত্তরে সেই অচেনা ভদ্রলোক আরো এককাঠি সরেস, ‘দেব তো কিছুক্ষণ আগেই মারা গেছে। আমি তো এখন শ্মশানে।’ ঘটনাটি নিয়ে দেবের কোনো প্রতিক্রিয়া অবশ্য জানা যায়নি।
ConversionConversion EmoticonEmoticon