BDNow24 News

বাংলাদেশের ফুটবল বিশ্বকাপ শুরু আজ

২০১৮ বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বের খেলায় আজ কিরগিজস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বৃহস্পতিবার বিকাল ৫টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। চ্যানেল নাইন খেলাটি সরাসরি সম্প্রচার করবে। প্রীতি ম্যাচের ভুলত্রুটি শুধরে এ ম্যাচে ৩ পয়েন্টের লক্ষ্য নিয়ে নামার প্রস্তুতি নিয়েছেন মামুনুল-এমিলিরা।
কিরগিজস্তান ছাড়াও বাছাইয়ে রয়েছে তাজিকিস্তান, জর্ডান, অস্ট্রেলিয়া। প্রথম প্রতিপক্ষ কিরগিজস্তানের মুখোমুখি হতে প্রস্তুত বাংলাদেশ। ২০০৭ সালের নেহেরু কাপে ৩-০ গোলে এবং ২০০৮ সালের এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাইয়ে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ২-১ গোলের হেরে যাওয়ার রেকর্ড বদলাতে চায় লাল-সবুজরা।
ভাল খেলার আশাবাদ ব্যক্ত করেছেন কোচ ডি ক্রুইফ। বলেছেন, ‘আমাদের জন্য ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রীতি ম্যাচে আমরা খুব ভাল করতে পারিনি। সমস্যা নিয়ে আমি ছেলেদের সঙ্গে আলোচনা করেছি। সবাই শতভাগ উজাড় করে দিয়ে খেলতে প্রস্তুত।আমাদের ভাল কিছু করার সুযোগ আছে বলে মনে করি আমি।’
জাতীয় দলের অধিনায়ক মামুনুল ইসলাম দাবি করেছেন, অতীত পরিসংখ্যান বা অন্য কিছু নিয়ে নয়; বরং জয়ের বিকল্প ভাবছেন না তারা। অধিনায়ক বলেন, বিশ্বকাপের খেলা এটি। আমাদের দলের সবাই জয়ের জন্যই মাঠে নামবে। দলের সামনে জয়ের বিকল্প কিছুই নেই।
বাংলাদেশ সম্পর্কে খুব একটা ধারণা নেই কিরগিজদেরও। তবে কঠিন ম্যাচ হবে বলেই প্রত্যাশা করছেন দলটির কোচ আলেক্সান্ডার ক্রেস্টিনিন। বলেছেন, ‘আমরা সুনির্দিষ্ট লক্ষ্য মাথায় রেখেই এসেছি। সে অনুযায়ী প্রস্তুতি নিয়েছি। আমরা আরব আমিরাতে ৭ দিনের অনুশীলন শেষ করে এসেছি। তবে আমরা বুঝতে পারছি ম্যাচটি কঠিন হবে।’
কিরগিস্তান অধিনায়ক বলেন, বাংলাদেশকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। নিজেদের মাঠে খেলার পাশাপাশি দর্শকদের বড় সমর্থনও তারা পাবে। তবে আমরা জয়ের জন্যই মাঠে নামবো।

Previous
Next Post »
Thanks for your comment