শুধু কথায় বলে না বাস্তবেই একটি কথার প্রতিফলন ঘটে। আর সেটি হলো নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে। ক্রিকেটেও তাই। এখানে কেউ রাজা আবার কেউ রাজা থেকে ভিলেন! ক্রিকেটে নতুনত্বের কোনো শেষ নেই। কম বলে সেঞ্চুরি করে ব্যাটসম্যানদের মনে সাহস যোগান পাকিস্তানের ক্রিকেটার আফ্রিদি। আফ্রিদির করা একটি রেকর্ড দীর্ঘ ১৮ বছর স্থায়ী হয়।
১৯৯৬ সালে লঙ্কানদের বিরুদ্ধে করা ৩৭ বলে তার সেঞ্চুরির রেকর্ডটিতে দীর্ঘ ১৮ বছর পর আঘাত হানেন নিউজিল্যান্ডের ক্রিকেটার কোরি অ্যান্ডারসন। ৩৬ বলে করা এই রেকর্ডটি এক বছরের বেশি থাকতে পারেনি। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স ৩১ বলে সেঞ্চুরি করে এর কয়েকদিন পরেই আরেক চমক উপহার দেন।
তবে ক্রিকেটের রেকর্ড বইয়ে স্থান না পেলেও ইতিহাসে স্থান পেয়েছে স্যার ডন ব্র্যাডম্যানই সবচেয়ে কম বলে সেঞ্চুরি। ১৯৩১ সালে স্থানীয় পর্যায়ে এক ক্রিকেট খেলায় মাত্র ২২ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। তার একটি ওভার থেকে রানও এসেছে ৪০।
১৯৩১ সালের ২ নভেম্বর ওই তার ২২ বলের ওই ইনিংসে ১০ ছক্কা ও ৯টি চারের মার রয়েছে। সে সময় ৮ বলে ওভার ছিল। এই সেঞ্চুরি করতে তিনি মাত্র ১৮ মিনিট সময় নিয়েছিলেন। উদ্বোধনী জুটিতে ব্র্যাডম্যান ও ওয়েন্ডেল বিল ব্যাট করতে নামেন।
ব্র্যাডম্যানের সেই ৩ ওভারের বল ও রান :
প্রথম ওভার : ৬, ৬, ৪, ২, ৪, ৪, ৬, ১ (৩৩ রান নেন ব্র্যাডম্যান)
দ্বিতীয় ওভার : ৬, ৪, ৪, ৬, ৬, ৪, ৬, ৪ (৪০ রান নেন ব্র্যাডম্যান)
তৃতীয় ওভার : ১*, ৬, ৬, ১, ১*, ৪, ৪, ৬ (২৯ রানের ২৭ রান নেন ব্র্যাডম্যান, ২* রান নেন ওয়েন্ডেল)।
দ্বিতীয় ওভার : ৬, ৪, ৪, ৬, ৬, ৪, ৬, ৪ (৪০ রান নেন ব্র্যাডম্যান)
তৃতীয় ওভার : ১*, ৬, ৬, ১, ১*, ৪, ৪, ৬ (২৯ রানের ২৭ রান নেন ব্র্যাডম্যান, ২* রান নেন ওয়েন্ডেল)।
ব্র্যাডম্যান সেদিন ঐ ইনিংসে ২৫৬ রান করেছিলেন। যেখানে ১৪টি ছক্কা ও ২৯টি চারের মার ছিল।
ConversionConversion EmoticonEmoticon