বাংলাদেশ-ভারত সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ শুরু হবে আগামীকাল বেলা ৩টা থেকে। দিবারাত্রির এই ম্যাচ নিয়ে চলছে অনেক জল্পনা কল্পনা আর কথার লড়াই। আর এর মধ্যে বিরাট কোহেলিকে বিশ্বকাপে আউট করে রুবেল হোসেনের আনন্দ প্রকাশের ভঙ্গি নিয়ে বিভিন্ন কথা উঠলে ভারতীয় ক্রিকেটার দের সাথে কোন শত্রুতা নেই বলেই জানান। আজ বুধবার একটি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এই কথা বলেন।
এই টাইগার অধিনায়ক বলেন, 'উইকেট পাওয়ার পর রুবেল এই রকম ভাবে আনন্দ করেছে মানে এই নয় যে রুবেল হোসেনের সাথে কোহেলির শত্রুতা, আসলের কোহেলি সাথে রুবেলের কোন শত্রুতা নেই'। তবে ওদের উইকেট নিতে একটুও সমীহ করবে না টাইগার বোলাররা, এটা সাফ জানিয়ে দিয়েছেন তিনি।
তবে তার খেলা নিয়ে বিভিন্ন সংশয় দেখা দিলেও তিনি তা একদম উড়িয়ে দেন। মাহামুদুল্লাহর ইনজুরি বাংলাদেশকে অনেক ভুগাবে বলেই তিনি মনে করেন। মাহামুদুল্লাহর জায়গায় উদীয়মান উইকেট কিপার লিটন দাসকে দেখা যেতে পারে বলেই মনে করেন মাশরাফি।
তিনি বলেন,'মাহামুদুল্লাহর ইনজুরি আমাদের জন্য খুবই খারাপ একটা সংবাদ, ও খুব ভালো খেলছিল। তবে নতুন খেলোয়াড় হিসেবে লিটন টেস্টে বেশ ভালো খেলেছে। আশা করি ও ভালই করবে'। তবে দলগত পারফর্মেন্স ছাড়া ভারতকে হারানো কঠিন হবে বলেই মনে করেন এই নড়াইল এক্সপ্রেস। আর এই ভারতকে হারানোর জন্য সবার সাহায্য চান মাশরাফি।
উল্লেখ্য আগামিকাল অনুষ্ঠিতব্য প্রথম দিবা-রাত্রির ওয়ানডে ম্যাচটি ছাড়ারও ২১ ও ২৪ জুন সিরিজের বাকি দুটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। তাছাড়া ইতিমধ্যেই বাংলাদেশ-ভারত সিরিজের একমাত্র টেস্টটি বৃষ্টি বিঘ্নিত ড্র হয়েছে।
ConversionConversion EmoticonEmoticon