খুলনার পর সবার দৃষ্টি এবার দ্বিতীয় টেস্টের দিকে। খুলনায় দুর্দান্ত
ড্রয়ের পর ঢাকা টেস্টের দলটি কেমন হবে, কিংবা নির্বাচকরা নতুন করে কাউকে পরীক্ষা করার সুযোগ নিবেন না তো?। না, তেমন কোন কিছু
দেখা যায়নি। প্রথম টেস্টের সাফল্যের পর দলে কোনো পরিবর্তনই প্রয়োজন মনে করেন নি তারা।
পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের দলটি অপরিবর্তিত রাখা হয়েছে।
রোববার বিকেলে মিরপুর টেস্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট
বোর্ড (বিসিবি)। এদের নিয়েই আগামী বুধবার ৬ মে মিরপুর স্টেডিয়ামে পাকিস্তানের মুখোমুখি
হবে দ্বিতীয় টেস্টে। পারবে কি বাংলাদেশ মিরপুর টেস্টে জয়ের সাফল্য তুলে নিতে? এই মাঠেই বাংলাদেশ
ওয়ানডে এবং একমাত্র টি-টোয়েন্টি সিরিজটি জিতেছে। খুলনা টেস্টেও বাংলাদেশকে হারাতে পারেনি
পাকিস্তান। তামিম-ইমরুলের রেকর্ড জুটি আর তাইজুল ইসলামের বোলিং নৈপূণ্যে পাকিস্তানের
বিপক্ষে ঐতিহাসিক ড্র নিয়ে মাঠ ছেড়েছেন টাইগাররা।
তবে চৌদ্দ সদস্যেও টেস্ট দলে কোনো পরিবর্তন না হলেও মূল একাদশে
দেখা যেতে পারে পরিবর্তন। পেশার মোহাম্মদ শহীদের জায়গায় দেখা যেতে পাওর শাহাদাত হোসেন
রাজিবকে, এমনটাই
গুঞ্জন ক্রিকেটাঙ্গনে। কারণ প্রত্যাশা অনুযায়ী শহীদ তার অভিষেক টেস্টে নিজেকে মেলে
ধরতে পারেননি।
মিরপুর টেস্টে বাংলাদেশ দল : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল
খান (সহ-অধিনায়ক), সাকিব
আল হাসান, মুমিনুল
হক সৌরভ, ইমরুল
কায়েস, মাহমুদউল্লাহ
রিয়াদ, শুভাগত
হোম চৌধুরী, সৌম্য
সরকার, তাইজুল
ইসলাম, জুবায়ের
হোসেন লিখন, রুবেল
হোসেন, মো.
শহীদ, লিটন
কুমার দাস এবং শাহাদাত হোসেন।
ConversionConversion EmoticonEmoticon