ইন্দো-কানাডীয় অভিনেত্রী সানি লিওনিকে অশ্লীলতার
অভিযোগে ভারতছাড়া করার দাবি তুলেছে দেশটির একটি হিন্দুত্ববাদী সংগঠন। হিন্দু জনজাগ্রুতি
সমিতি নামের ওই সংগঠনটি একটি মামলাও দায়ের করেছে তার বিরুদ্ধে। একই অভিযোগে সানির বিরূদ্ধে
আলাদা একটি মামলা করেছেন ভারতীয় এক গৃহবধূও।
হিন্দু জনজাগ্রুতি সমিতির দাবি, সানির অফিশিয়াল ওয়েবসাইট সানিলিওনি ডটকম-এর মাধ্যমে এই অভিনেত্রী
অশ্লীলতার প্রচার চালাচ্ছেন। এই ওয়েবসাইটের মাধ্যমে ভারতের তরুণ সমাজের ক্ষতি হচ্ছে
এবং নারীদের সম্মানহানী হচ্ছে বলেও অভিযোগ তাদের।
আর তাই সানি লিওনিকে ভারত থেকে বের করে দেওয়া
এবং ভবিষ্যতে দেশটিতে তার প্রবেশাধিকার নিষিদ্ধ করার দাবি তোলা হয়েছে সংগঠনটির পক্ষ
থেকে। এই অভিযোগে ডোম্বিভালি থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে।
একই থানায় একই অভিযোগে সানির বিরূদ্ধে আলাদা
একটি মামলা করেছেন স্থানীয় গৃহবধূ অঞ্জলি পালান। ৩০ বছর বয়সী এই গৃহবধূর অভিযোগ সানি
লিওনির ওয়েবসাইট তরুণ প্রজন্ম তো বটেই, শিশুদের জন্যও
অত্যন্ত ক্ষতিকর। নিজের ওয়েবসাইটে নগ্ন ছবি এবং অশালীন পোস্টের মাধ্যমে অশ্লীলতার প্রচার
চালাচ্ছেন বলে দাবি করেন তিনি।
হিন্দু জনজাগ্রুতি সংগঠনেরও দাবি, সানির ওয়েবসাইটে সতর্কতাবানী থাকলেও সেটি অকার্যকর। কারণ শিশুরা
খুব সহজেই এই সাইটে প্রবেশ করতে পারে। সংগঠনটির পক্ষ থেকে আরও জানানো হয়, অনলাইনে সানির জনপ্রিয়তা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চেয়েও
বেশি যা তাদের মতে অত্যন্ত ‘উদ্বেগজনক’।
পুলিশের তরফ থেকে এ ব্যাপারে ইতিবাচক সাড়া
পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ করেছে সংগঠনটি।
“গত সপ্তাহে আমরা যখন নাভি মুম্বাইয়ে এ ব্যাপারে অভিযোগ করতে গেলাম, পুলিশ কমিশনার কে এল প্রসাদ বলেন, সে (সানি লিওনি) তার নিজের প্রচার চালাচ্ছেন। তিনি আমাদের নারীদের
শৌচাগারের মতো বিষয়ে মনোযোগ দিতে বলেন।”
ConversionConversion EmoticonEmoticon