BDNow24 News

মোটরবাইকে প্রেমিকা নিষিদ্ধ !


মোটরসাইকেলে যুগলবন্দি হয়ে ঘুরে বেড়ানোর মজাই আলাদা। আর এই যুগল যদি হয় অবিবাহিত তরুণ-তরুণী কিংবা প্রেমিক-প্রেমিকা- তাহলে তো কথাই নেই। কিন্তু এই জীবনে যদি নিরানন্দের ছায়া নেমে আসে এর চেয়ে কষ্টের আর কি হতে পারে!
ইন্দোনেশিয়ার একটি অঞ্চলের যুগলদের জীবনে এমনই খড়গ নেমে এসেছে। সেখানকার অবিবাহিত তরুণ-তরুণীরা এখন আর একসঙ্গে মোটরসাইকেলে চলতে পারবেন না। দেশটির আচেহ প্রদেশের একটি জেলায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।
প্রাদেশিক আইনসভায় এ বিষয়ে একটি আইন পাসও হয়েছে। আইনটি ইতিমধ্যে অনুমোদন পেয়েছে। আগামী বছর থেকে এটি কার্যকর হবে বলে প্রদেশটির আইন কর্মকর্তারা জানিয়েছেন। এক কর্মকর্তা জানান, শরিয়াহ আইনের বিধিবিধান মেনেই আইনটি পাস করা হয়েছে। ওয়েবসাইট


Previous
Next Post »
Thanks for your comment