হ্যাপীর দায়ের করা অভিযোগ থেকে রুবেলকে অব্যাহতির সুপারিশ করে দেওয়া
পুলিশের চূড়ান্ত প্রতিবেদনের ওপর আগামী ১৭ মে শুনানির দিন ধার্য করেছেন ঢাকার ৫ নম্বর
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তানজিনা ইসলাম।
হ্যাপীর অভিযোগ,
শুনানিকে ঘিরেই ফোনে কটুক্তি করা, প্রলোভন দেখানো
এমনকি হুমকিও দেওয়া হচ্ছে।
“শুনানির
দিন যতই ঘনিয়ে আসছে, কারা
যেন রাতবিরাতে ফোন করে আমাকে নানা আজেবাজে কথা বলছেন। মামলার কার্যক্রম তুলে নিতে আমাকে
নানা প্রলোভনও দেখিয়েছেন। কিন্তু আমি কোনো হুমকিকে পরোয়া করছি না। আমি কোনোভাবেই অন্যায়কে
প্রশ্রয় দিতে রাজি নই।”
এর আগে গ্লিটজকে দেওয়া এক সাক্ষাৎকারে হ্যাপী রুবেলের বিরুদ্ধে
দায়ের করা মামলাটি নিজেই পরিচালনা করতে চান না বলে জানিয়েছিলেন।
হ্যাপী এখন বলছেন, “তখন আমি আবেগের বশে সিদ্ধান্ত নিয়েছিলাম মামলাটি আর পরিচালনা করবো
না। কিন্তু তারপরও আমাকে সে দেখে নেবে বলে হুমকি দিয়েছে। আমার উপর যে অন্যায় রুবেল
করেছে তার সমুচিত শাস্তি হওয়া উচিত। আমি হাল ছাড়িনি। আমি রুবেলের বিরুদ্ধে মামলার কার্যক্রম
আবারও চালু করবো।”
হ্যাপী জানালেন,
তার আইনজীবী তুহিন হাওলাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন
শিগগিরই। ইতোমধ্যে প্রয়োজনীয় সাক্ষ্য প্রমাণও যোগাড় করছেন তিনি।
রুবেলের বিরুদ্ধে হ্যাপীর অভিযোগ, “মামলার কার্যক্রম
চলছিল তখন স্কাইপে রুবেল আমাকে মামলার কার্যক্রম বন্ধ করতে বলে। আমি তাতে সায় না দিলে
রুবেল তখন আমাকে দেখে নেবে বলে হুমকি দেয়। আমি নিশ্চিত, রুবেল আমাকে
মেরে ফেলতে দুইজন খুনি ভাড়া করেছে
তারা আমাকে প্রতিনিয়ত ফলো করছে। আমি জানি মামলার কার্যক্রম পরিচালনা
করতে গিয়ে আমার খুব বড় কোনো ক্ষতি হতে পারে। কিন্তু আমি হার মানছি না।”
এদিকে দীর্ঘ বিরতির পর চলচ্চিত্রাঙ্গনে ফিরছেন হ্যাপী। কাসেম মন্ডল
পরিচালিত নতুন একটি সিনেমার শুটিং শুরু করার কথা রয়েছে তার। এছাড়াও বেশ কটি সিনেমাতে
চুক্তিবদ্ধ হয়েছেন হ্যাপী। তবে মামলাটির শুনানি উপলক্ষে চলচ্চিত্র বিষয়ক সব কার্যক্রম
বন্ধ রেখেছেন তিনি।
ConversionConversion EmoticonEmoticon