BDNow24 News

চুল নিয়ে নয় চিন্তা

মানুষের সৌন্দর্যের অন্যতম অংশ চুল। কালো ঝলমলে চুলের কোনো বিকল্প নেই। কিন্তু চুল নিয়ে সমস্যার কী অন্ত আছে? বিশেষ করে গরমের এই সময়ে ধুলাবালি, রোদের তাপ, গরম, ঘাম প্রভৃতি কারণে চুলের সমস্যা বেড়ে যায় বহু গুণ। খুশকি, আগা ফাটা, নির্জীব চুল, চুল পড়া এসব সমস্যার কোনো একটায় ভোগেন না এমন কাউকে খুঁজে পাওয়া মুশকিল। তাই গরমের এই সময়ে চুলের প্রয়োজন বিশেষ যত্ন। চুলের সমস্যা থেকে মুক্তি পেতে ব্যবহার করে দেখতে পারেন কয়েকটি সহজ উপায়।
আগা ফাটা : আগা ফাটা চুল দেখতে যেমন খারাপ লাগে তেমনি চুল হয়ে পড়ে নির্জীব। এ সমস্যার সমাধান করতে চুলে আর্দ্রতা জোগানো প্রয়োজন সবচেয়ে বেশি। রাতে ঘুমাতে যাওয়ার আগে অলিভ অয়েল ও নারকেল তেল একটি বাটিতে নিয়ে হালকা গরম করুন। এবার এই তেল চুলে ম্যাসাজ করুন। বিশেষ করে আগার চুলে। সারা রাত এভাবে রেখে সকালে কোনো ভেষজ শ্যাম্পু দিয়ে বা বেবি শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। তবে বেশি ফেটে গেলে ওই অংশটুকু কেটে বাদ দেয়াই ভালো।
খুশকি দূর করতে : খুশকি খুব সাধারণ সমস্যা। অনেকেই এই সমস্যায় ভোগেন। খুশকির জন্য এক টেবিল চামচ অলিভ অয়েলের সাথে একটেবিল চামচ লেবুর রস মিশিয়ে চুলের গোড়ায় বিশেষ করে মাথার ত্বকে ম্যাসাজ করুন। চুল শাওয়ার ক্যাপ দিয়ে ঢেকে রাখুন সারা রাত। সকালে কোনো মৃদু শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুদিন এই পদ্ধতি ব্যবহার করুন। খুশকি দূর করতে টকদইও ভালো কাজ করে। টকদই চুলে লাগিয়ে রাখুন। আধা ঘণ্টা পর শ্যাম্পু করে নিন।
চুল পড়া : নারকেলের দুধ নিয়ে মাথার ত্বকসহ পুরো চুলে ম্যাসাজ করুন। গরম পানিতে তোয়ালে ভিজিয়ে মাথা ও চুলে পেঁচিয়ে রাখুন। ঠাণ্ডা হয়ে গেলে আবার করুন। এরপর চুল শুকিয়ে মোটা কাপড় দিয়ে রাতভর বেঁধে রাখুন। সকালে শ্যাম্পু করে নিন। এতে চুলে প্রোটিন যোগ হয়; তাই চুল পড়া রোধ করতে সাহায্য করে।
ড্যামেজ চুল : যাদের চুল বেশি ক্ষতিগ্রস্ত তাদের চুল ঠিক করার জন্য প্রয়োজন নিয়মিত পরিচর্যা। কয়েক ফোঁটা ভিটামিন ই-সমৃদ্ধ তেলের সাথে এক টেবিল চামচ জোজোবা অয়েল মেশান। রাতে এই তেল চুলে ম্যাসাজ করুন। পরদিন শ্যাম্পু করে নিন। কন্ডিশনার অবশ্যই ব্যবহার করবেন।
নির্জীব চুল : আমণ্ড অয়েলের সাথে এলোভেরার জেল মিশিয়ে চুলে লাগিয়ে নিন। কাপড় দিয়ে পেঁচিয়ে রেখে দিন সারা রাত। সকালে শ্যাম্পু করে নিন। শুষ্ক নির্জীব চুলের যত্নে এই প্রাকৃতিক উপাদান খুবই কার্যকর। পুষ্টি জোগানো নির্জীব চুলের জন্য খুব প্রয়োজন। ডিম ও অলিভ অয়েলের প্যাক চুলকে রিপেয়ার করতে ভালো কাজ করে। তাই এই প্যাকও ব্যবহার করতে পারেন নির্জীব ও ড্যামেজ চুলের পরিচর্যায়।
এ সব ছাড়াও পাকা কলা চটকে চুলে লাগিয়ে রাখুন এক ঘণ্টা। এরপর ধুয়ে নিন।
মনে রাখুন নিয়মিত যত্নই সমস্যা দূর করে আপনাকে দেবে একরাশ ঝলমলে সুন্দর চুল।


Previous
Next Post »
Thanks for your comment