BDNow24 News

১২,০০০ সুন্দরীর সঙ্গে দৈহিক সম্পর্ক; অতঃপর..

একজন মানুষ আর কত মহিলার সাথেই রাত কাটাতে পারেন, হয়তো ৫০০/৭০০ জনের সাথে। তবে এবার প্রকাশ হল বিশাল কান্ডের খবর, নিজের জীবদ্দশায় ১২,০০০ মহিলার সঙ্গে শুয়েছেন এক ব্যক্তি। সে খবর প্রকাশ্যে আসতেই গ্রেফতার হলেন ৬২ বছর বয়স্ক ইউহেই তাকসিমা। খবর ভারতীয় কয়েকটি গণমাধ্যম।
তবে যৌনতা করে তিনি গ্রেফতার হননি। তাঁকে গ্রেফতার করা হয়েছে নাবালিকাদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করার দায়ে। সূত্রের খবর, ফিলিপিন্সে শিক্ষক হিসেবে নিযুক্ত হওয়ার পর থেকে গত ২৭ বছরে ৬৭ টির বেশি দেশে প্রায় ১২,০০০ নারীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছেন ইউহেই তাকসিমা। এদের মধ্যে অধিকাংশেরই বয়স ১৬ বছর কিংবা আরও কম।
তবে তাকসিমার উদ্দাম এই জীবনযাপন খবরে এলো কিভাবে? পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিজের জীবনের স্মৃতি ধরে রাখতে পছন্দ করেন ইউহেই তাকসিমা। সেই উদ্দেশ্যেই যৌন সম্পর্ক স্থাপন করা কালীন প্রায় ৪০০ ছবি তুলেছিলেন তিনি। সেই ছবি গুলিই পুলিশের হাতে এসে পৌঁছয়। তবে এখন ওই ব্যক্তির কী শাস্তি হবে সে সম্পর্কে পরিষ্কারভাবে কিছুই জানা যায়নি।

Previous
Next Post »
Thanks for your comment