BDNow24 News

বাংলাদেশ সফরে আসার আগেই পাক শিবিরে আরও একটি ধাক্কা!

শোয়েব মাকসুদের পর এবার ইনজুরির কবলে পরলেন পাকিস্তানের ফাস্ট বোলার সোহেল খান। কোমরের ইনজুরির কারণে আসন্ন বাংলাদেশ সফর থেকে ছিটকে গেলেন তিনি। তার পরিবর্তে ওয়ানডেতে খেলবেন আরেক ফাস্ট বোলার জুনায়েদ খান যিনি ইতোমধ্যে বাংলাদেশ সফরে টেস্ট এবং টি-টোয়েন্টির স্কোয়াডে রয়েছেন।
শুক্রবার দলের অনুশীলনের সময় চার ওভার বল করার পর কোমরে ব্যাথা অনুভব করেন সোহেল খান। প্রথমে দলের ফিজিওথেরাপিস্টের কাছে চিকিৎসা নিলেও পরবর্তীতে তাকে মেডিকেলে স্ক্যান করতে পাঠানো হয়। স্ক্যান রিপোর্টের ওপর ভিত্তি করে তাকে কমপক্ষে দুই সপ্তাহের জন্য বিশ্রাম দেওয়া হয়।
পিসিবির প্রধান নির্বাচক হারুন রশিদ ইএসপিএনক্রিকইনফোকে বলেন,’ইনজুরির কারণে সোহেল খানের পরিবর্তে আমরা ওয়ানডেতে জুনায়েদ খানকে দলে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি। সোহেলের ইনজুরি কতটুকু গুরুতর তা এ মুহূর্তে ঠিকমতো বলা যাচ্ছে না, তবে তাকে দুই সপ্তাহের জন্য বিশ্রাম নিতে বলা হয়েছে।’
উল্লেখ্য, সূচি অনুযায়ী ১৩ এপ্রিল ঢাকার মাটিতে পা রাখবে পাকিস্তান ক্রিকেট দল এবং ১৭ এপ্রিল শুরু হবে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে খেলার মধ্য দিয়ে শুরু হবে বাংলাদেশের হোম সিরিজ।
Previous
Next Post »
Thanks for your comment