BDNow24 News

বাংলাওয়াশ করে যা বললেন তামিম!

পাকিস্তানকে বাংলাওয়াশ করার অবদানে পিছনে নি:সন্দেহে তামিমের অবদানের কথা আলাদা ভাবে স্বীকার করতেই হবে। দুই সেঞ্চুরি আর এক হাফ সেঞ্চুরি মিলিয়ে তিন ম্যাচে মোট ৩১২ রান করা তামিম ইকবালের হাতেই উঠে সিরিজ সেরার পুরস্কার।
ম্যাচ শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে তাই তামিমের মুখে হাসি। বললেন, ‘হাসি ধরে রাখাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ধারাবাহিকতার প্রসঙ্গে বলেন, ‘আমি ব্যাটিংটা ইনজয় করেছি। আমার মনে হয় এটাই সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন। দলের সবাইকে ধন্যবাদ জানাতে চাই, বিশেষ করে মুশফিক ও মাশরাফির প্রতি বিশেষ ভাবে কৃতজ্ঞ। আর সিরিজের সবচেয়ে ভাল দিক হচ্ছে গোটা সময়টা আমরা আধিপত্ত রেখে খেলেছি।

Previous
Next Post »
Thanks for your comment