BDNow24 News

শরীরের ওপর ধকল যাক, সেটা চাইছি না: সানি

সাবেক পর্ন তারকা সানি লিওন এখনও মা হওয়ার কথা ভাবছেন না। ২০০৯ সালে তাঁর বিয়ে হয়েছে ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে। সেই থেকে দাম্পত্য জীবনের পাশাপাশি বলিউডে পরের পর ছবিতে নিজেকে ব্যস্ত রেখেছেন খোলামেলা দৃশ্যে অভিনয়ে অভ্যস্ত প্রাপ্তবয়স্ক সিনেমার পরিচিত মুখ সানি।

কিন্তু মা হওয়ার বাসনা কি পেশাগত ব্যস্ততার কারণে চাপা পড়ে গিয়েছে? পরিবারে নতুন সদস্য আনার কথা ভাবছেন না? সানি সংবাদ সংস্থাকে বলেছেন, পরিবার-সংসার নিয়ে ভাবি না, বলাটা মিথ্যা হবে। কিন্তু শরীরের দিক থেকে এখনও গর্ভে সন্তান আনার সময় হয়নি। সানির কথায়, বাচ্চা তো চাই। কিন্তু অন্তত একটা বছর শরীরের ওপর ধকল যাক, সেটা চাইছি না।
জিসম-টু-র ৩৩ বছর বয়সি নায়িকা জানাচ্ছেন, স্বামী ড্যানিয়েলও এবার বলিউডে কেরিয়ার গড়তে চাইছেন। সেজন্য মন দিয়ে হিন্দি শিখছেন তিনি। সানি বলেছেন, ও রীতিমত নিষ্ঠা সহকারে হিন্দি শিখছে, চর্চা করছে।আমি কোনও পরামর্শ দিচ্ছি না। তবে উত্সাহ দিচ্ছি। আমি চাই, শেখার আনন্দ, অভিজ্ঞতাটা উপভোগ করুক ও।
সামনেই সানির দুটি নতুন ছবি বেরচ্ছে। এক পহেলি লীলা আর কুছ কুছ লোচা হ্যায়। দেখা যাক, তারপর মা হওয়ার সিদ্ধান্ত নেন কিনা!


Previous
Next Post »
Thanks for your comment