BDNow24 News

অন্যের ইনবক্সের মেসেজ ডিলিট করুন নিজের মোবাইল থেকে

প্রিয়জনকে মেসেজ পাঠাতে গিয়ে তা ভুল করে পাঠিয়ে দিয়েছেন অন্য কাউকে৷ আর তার জেরে চিন্তায় ঘুম চলে যাওয়ার যোগার৷ ভাবছেন সব পর্দা এবার বুঝি ফাঁস হয়ে গেল৷আর সেই চিন্তাতে আপনার ঘুম চলে যাওয়ার জোগার৷ ফোন ব্যবহার করে থাকলে আপনিও মাঝে মাঝে এমন বিপদের সন্মুখীন হয়েই থাকেন৷
আর এই বিপদ থেকে মুক্তির জন্য বাজারে আসল নয়া অ্যাপ৷এবার এই অ্যাপের মাধ্যমেই আপনি আপনার পাঠানো মেসেজকে ডিলিট করতে করতে পারবেন৷
এবার ভুল করে অন্যকে মেসেজ বা বার্তা পাঠালেও তা আপনি এই অ্যাপের মাধ্যমে ডিলিট করতে পারবেন আপনার নিজের মোবাইল থেকে৷ নয়া এই অ্যাপটির নাম রাকিম৷ এই অ্যাপের সাহায্য আপনি নিজের ফোন থেকেই ডিলিট করে ফেলতে পারবেন ভুল করে অন্যকে পাঠানো কোনও SMS
ডিলিট করার সঙ্গে সঙ্গে তা আপনার সেন্ডবক্স থেকে মুঝে যাবে, শুধু তাই নয়, অন্য ব্যক্তির মোবাইলের ইনবক্স থেকেও মুছে যাবে আপনার পাঠানো SMS টি৷


Previous
Next Post »
Thanks for your comment