তাদের প্রতিদ্বন্দ্বিতা যেন কখনোই শেষ হওয়ার নয়। গত সাত বছর ধরেই
একে অন্যকে তাড়া করার পথে রেকর্ডের পাতা ওলটপালট করে একের পর এক কীর্তি গড়ে চলেছেন
দু’জন। এই তো
সেদিন রিয়াল মাদ্রিদের জার্সিতে ৩০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
চিরপ্রতিদ্বন্দ্বীর কীর্তি চেয়ে দেখবেন মেসি, তা কি হয়! শনিবার বার্সেলোনার জার্সিতে ৪০০তম গোল করে ইতিহাসে ঢুকে
গেলেন আর্জেন্টাইন জাদুকর। স্পেনের ফুটবল ইতিহাসে এক ক্লাবের হয়ে ৪০০ গোলের কীর্তি
নেই আর কারও। পাদপ্রদীপের আলোয় ভাগ বসাতে পরের ম্যাচেই আবার আরেক প্রথম কীর্তি গড়ে
বসলেন রোনাল্ডো! চলতি মৌসুমে প্রথম ফুটবলার হিসেবে ৫০ গোলের মাইলফলক ছুঁয়েছেন পর্তুগিজ
সুপারস্টার। রিয়াল মাদ্রিদের হয়ে টানা পাঁচ মৌসুমে ৫০ গোল করলেন রোনাল্ডো। স্প্যানিশ
ফুটবলে এই কীর্তি নেই আর কারও। কাকতালীয়ভাবে মেসি-রোনাল্ডো দু’জনই তাদের
মাইলফলক ছোঁয়া গোল করেছেন ম্যাচের একদম শেষ মুহূর্তে। ৯৩ মিনিটে ভ্যালেন্সিয়ার জাল
কাঁপান মেসি। মালাগার বিপক্ষে রোনাল্ডোর গোলটি আসে ৯২ মিনিটে। দু’দলই জিতেছে
দুই গোলের ব্যবধানে। ভ্যালেন্সিয়াকে ২-০ গোলে হারিয়ে লা লীগার শিরোপা দৌড়ে পাঁচ পয়েন্টের
ব্যবধানে এগিয়ে গিয়েছিল বার্সেলোনা। মালাগাকে ৩-১ গোলে হারিয়ে ব্যবধানটা ফের দুইয়ে
নামিয়ে নিয়ে এসেছে রিয়াল। ৩২ ম্যাচ শেষে বার্সা ও রিয়ালের সংগ্রহ যথাক্রমে ৭৮ ও ৭৬
পয়েন্ট। দুই দৈত্য যেভাবে পাল্লা দিয়ে ছুটছে তাতে মৌসুমের শেষ ম্যাচের আগে লা লীগার
নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা ক্ষীণ। বর্তমান চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ (৬৯) আছে
তিনে। পরশু আন্তনি গ্রিজমানের জোড়া গোলে দেপোর্তিভো লা করুনাকে ২-১ ব্যবধানে হারিয়েছে
অ্যাটলেটিকো।
শেষ মুহূর্তের গোলের মতো মেসি-রোনাল্ডোর পারফরম্যান্সেও ছিল অদ্ভুত
সাযুজ্য। ন্যুক্যাম্পে প্রথম মিনিটে মেসির পাস থেকে বার্সেলোনাকে এগিয়ে দিয়েছিলেন লুইস
সুয়ারেজ। বার্নাব্যুতে ২৪ মিনিটে রোনাল্ডোর ফ্রিকিক থেকে রিয়ালকে এগিয়ে দেন সার্গিও
রামোস। ৬৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জেমস রদ্রিগেজ। তার দু’মিনিট আগেই
স্কোরশিটে নাম তুলতে পারতেন রোনাল্ডো। কিন্তু তার পেনাল্টি শট পোস্টে প্রতিহত হয়। পোস্ট
দুর্ভাগ্যের শিকার হয়েছেন মেসিও। তবে পেনাল্টি নয়, ৬৪ মিনিটে তার অসাধারণ ফ্রিকিক পোস্ট কাঁপিয়ে ফিরে আসে। শেষ পর্যন্ত
দু’জনই সেই খেদ
মিটিয়েছেন অন্তিম মুহূর্তের নাটনীয় গোলে। এ মৌসুমে লা লীগায় মেসির (৩৫) চেয়ে চার গোলে
এগিয়ে আছেন রোনাল্ডো (৩৯)। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৫ ম্যাচে রোনাল্ডো করেছেন ৫০ গোল।
৪৬ ম্যাচে মেসির গোল ৪৬টি। সবমিলিয়ে বার্সার জার্সিতে ৪০০ গোলের মাইলফলক ছুঁতে মেসির
লেগেছে ৪৭১ ম্যাচ। শুধু লা লীগাতেই মেসির গোল ২৭৮। এছাড়া চ্যাম্পিয়ন্স লীগে ৭৫টি, কোপা দেল রে’তে ৩২টি, স্প্যানিশ
সুপারকাপে ১০টি, ক্লাব
বিশ্বকাপে চারটি ও উয়েফা সুপারকাপে একটি গোল করেছেন। ৪০০ গোলের কীর্তি গড়েও অতৃপ্ত
মেসি! ফেসবুকে লিখেছেন, ‘বার্সেলোনার
হয়ে ৪০০ গোল। এখানেই থামছি না। আরও অনেক গোল করতে চাই!’ ম্যাচে অবশ্য
কঠিন পরীক্ষাই দিতে হয়েছে বার্সেলোনাকে। ভাগ্য সহায় হলে ভ্যালেন্সিয়াও জিততে পারত।
সেই তুলনায় মালাগাকে হারাতে একেবারেই বেগ পেতে হয়নি রিয়ালকে। কিন্তু দাপুটে জয়েও হাসি
মুখে মাঠ ছাড়তে পারেনি গ্যালাটিকোসরা। গ্যারেথ বেল ও লোকা মডরিচের চোট কোচ কার্লো
আন্সেলোত্তির কাপালে ভাঁজ ফেলে দিয়েছে। বুধবার অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স
লীগের শেষ আটের ফিরতি ম্যাচে দু’জনের
খেলা নিয়েই রয়েছে অনিশ্চয়তা। ওয়েবসাইট।
ConversionConversion EmoticonEmoticon