BDNow24 News

মাঝ আকাশে বিমান বদল, শূন্যেই মিলবে জ্বালানি!

এবার মাঝ আকাশেই উঠে পড়া যাবে বিমানে। এমনকি মাঝপথে বিমান বদলাতেও পারা যাবে একই পদ্ধতিতে। আবার শূন্যে জ্বালানি ভরার সুবিধাও মিলবে। ঘনাদার গল্প নয়, বাস্তবে এমনই দিন আনতে চলেছে বিজ্ঞান। পারমাণবিক শক্তি চালিত বিমান চালু করার ব্যাপারে চলেছে নিরন্তর গবেষণা। বিজ্ঞানীদের দাবি, ভবিষ্যতে দরকার পড়লে মাঝ আকাশেই উঠে পড়া যাবে এমন বিমানে। ইচ্ছুক যাত্রীদের ছোট আকারের বিমানে করে পৌঁছে দেওয়া হবে বিশাল আকৃতির পারমাণবিক আকাশযানে। সঙ্গে থাকবে তাঁদের প্রয়োজনীয় মালপত্তর। পাশাপাশি, এক ব্রিটিশ পত্রিকার সূত্র জানাচ্ছে মাঝ আকাশে বিমানে জ্বালানি ভরার বিষয়েও চিন্তা-ভাবনা করছেন গবেষকরা। জানা গিয়েছে, শূন্যে ভাসমান জ্বালানি স্টেশন তৈরির চেষ্টা চলেছে। এই ব্যবস্থা পাকা হলে লম্বা উড়ানে জ্বালানি ভরতে বিমানবন্দরে নামার প্রয়োজন পড়বে না। ফলে যাত্রাপথে বেশ কিছুটা সময় বাঁচবে। শুধু তাই নয়, যাত্রা শুরুর সময় জ্বালানির জন্য অযথা বাড়তি ওজন বইতে হবে না বিমানকে। বিজ্ঞানীদের দাবি, এই বিষয়ে পেশাদার বিমানচালকদের দিয়ে পরীক্ষাও সফল হয়েছে। তবে বাণিজ্যিক ভাবে এই কৌশল প্রয়োগের জন্য দরকার আরও কিছু পরীক্ষা-নিরিক্ষার। সূত্র : এই সময়। 
Previous
Next Post »
Thanks for your comment