BDNow24 News

ধোনিকে চড় মারার হুঁশিয়ারি দিলেন যুবরাজের বাবা

যুবরাজ সিংয়ের বাবা যুগরাজ সিং আবারো চটেছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনির ওপর। যুগরাজ জানান, ভারতীয় দল থেকে যুবরাজের অপসারনের মূল হোতাই ধোনি। তবে তিনি হুঙ্কার দিয়ে বলেন, একদিন ধোনিকেও এভাবে সরে যেতে হবে।

ভারতীয় এক টিভি সাক্ষাৎকারে যুগরাজ বলেন, ‘ধোনির কিছুই ছিল না। সে শুধুমাত্র মিডিয়ার কারণে আজ ক্রিকেটের ভগবান হয়েছে। মিডিয়া তাকে অনেক ওপরে উঠিয়েছে যা সে প্রাপ্য নয়।

ধোনির ওপর প্রচন্ড রেগে যুগরাজ অরো বলেন, ‘একটা সময় ছিল তার কিছুই ছিল না। তবে মিডিয়ার কল্যাণে এখন তার সব হয়েছে। সে রান করলে ভারতীয় সমর্থকরা হাততালি দেয়। তবে আমি যদি মিডিয়া ব্যক্তিত্ব হতাম তাহলে ধোনিকে এই মুহূর্তে চড় মারতাম।

২০১১ বিশ্বকাপ ফাইনালের কথা জানিয়ে যুগরাজ বলেন, ‘সে ম্যাচে আমার ছেলে থেকে ধোনি খ্যাতি কেড়ে নিয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে সে ম্যাচে যুবরাজের আগে নামার কথা থাকলেও ধোনি তাকে থামিয়ে আগে নেমেছে। আর পুরো খেলার কৃতিত্ব নিজের দিকে নিয়ে গেছে। তবে একদিন সে বুঝবে। তখন তাকে আরো খারাপ ভাবে দল থেকে বেরিয়ে যেতে হবে। আর তার পাশে কেউ থাকবেও না।

এর আগে সদ্য শেষ হওয়া বিশ্বকাপের আগে ভারতীয় বিশ্বকাপ ১৫ সদস্যের দল গঠনে যুবরাজের নাম না থাকায় ধোনির ওপর ক্ষেপেছিলেন যুগরাজ। তবে পরে যুবরাজ তার টুইটারে জানিয়েছিলেন, তার বাবা আবেগ প্রবন হয়ে এমনটি করেছিলেন। কিন্তু তিনি ভবিষ্যতে দলে সুযোগ পেলে ধোনির সঙ্গে খেলার ইচ্ছে প্রকাশ করেছিলেন।
Previous
Next Post »
Thanks for your comment