দেবাশিস দত্ত, মেলবোর্ন থেকে: কোনও দেশের মিডিয়া ম্যানেজারকে ইন্টারভিউ দিতে হচ্ছে একা একা ক্যামেরার সামনে, গত ৩৪ বছরে, এমন ঘটনা দেখিনি৷ তা-ও কিনা বিশ্বকাপের সম্প্রচারের দায়িত্ব যে চ্যানেলের, সেই স্টার স্পোটর্সের মহিলা সঞ্চালক ময়াম্তি ল্যাঙ্গার ভারতীয় দলের মিডিয়া ম্যানেজার ডা. বাবা-র ইন্টারভিউ নিলেন মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের মাঝখানে দাঁড়িয়ে৷
হঠাৎ, এই সাক্ষাৎকার পর্ব কেন? জানা গেল, ভারতীয় দল, মনে করছে, তাদের এই সাফল্যের চাবিকাঠি আসলে রয়েছে, পর্দার পিছনে থাকা কোচ, ম্যানেজার, অন্য কর্মীদের নিরলস পরিশ্রমের ভূমিকা৷ সেই অন্ধকারে থাকা মানুষদের সঙ্গে, এবার পরিচয় করিয়ে দেওয়ার পালা৷ হোটেল এবং ড্রেসিংরুমে, ওই কর্মচারীদের সঙ্গে কথা বলা হয়েছে এদিন দুপুরে৷ বাকি ছিলেন ওই মিডিয়া ম্যানেজার৷
তার সঙ্গে কথা বলার পর্ব সেরে নিলেন স্টুয়ার্ট বিনির স্ত্রী ময়াম্তি৷ যিনি এখানে আছেন দ্বৈত ভূমিকায়৷ স্টুয়ার্টের স্ত্রী, আসলে এই টিভি চ্যানেলের সঞ্চালকও বটে৷ নানা সূত্রের মাধ্যমে আজকাল, এদিন, ভারতীয় শিবিরের অন্দরমহলে ঢুকে পড়ার চেষ্টা করছিল৷ তা করতে গিয়ে ছাঁকনিতে যা যা তথ্য পাওয়া গেল, তা প্রশ্নোত্তরের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি৷
প্রশ্ন: ভারতীয় দলের টিম মিটিং কখন হয়?
উত্তর: ম্যাচের দিন সকালে, মাঠে আসার আগে ওই মিটিং হবেই৷ এছাড়া হঠাৎ, কোনও জরুরি ব্যাপার হলে সভা ডাকতেই পারে টিম ম্যানেজমেন্ট৷
প্রশ্ন: কতক্ষণ ধরে চলে ওই টিম মিটিং?
উত্তর: ৭ থেকে ৮ মিনিট৷
প্রশ্ন: বক্তব্য রাখেন কে কে?
উত্তর: ডানকান ফ্লেচার, রবি শাস্ত্রী, বোলিং ও ফিল্ডিং কোচ৷
প্রশ্ন: ওই সভায় অধিনায়ক ধোনি কিছু বলেন না?
উত্তর: না, তিনি থাকেন শ্রোতার ভূমিকায়৷ মাঠের মধ্যে যখন হাডল-এ মিলিত হন ক্রিকেটাররা, তখন বক্তব্য রাখেন মূলত ধোনি ও কোহলি৷ চাইলে, অন্য যে কোনও ক্রিকেটার হাডল-এ বক্তব্য রাখতে পারেন৷ যেমন: টেস্ট সিরিজ চলাকালীন ইশাম্ত শর্মাকে প্রায়ই কিছু বলার জন্য অনুরোধ জানানো হত৷
প্রশ্ন: রবি শাস্ত্রীর ভূমিকা?
উত্তর: সবাইকে উদ্দীপ্ত করার দায়িত্বে আছেন৷ টেকনিকাল ব্যাপারে বিশেষ মাথা ঘামাতে চান না৷ সমস্যায় পড়লে, অবশ্য, যে কোনও ক্রিকেটার শাস্ত্রীর দরজায় কড়া নাড়তে পারেন৷ হাসি মুখে রবি, সংশ্লিষ্ট ক্রিকেটারকে সমাধানের রাস্তা দেখিয়ে দিচ্ছেন৷
প্রশ্ন: ক্রিকেটারদের স্ত্রী-রা নাকি কোয়ার্টার ফাইনালের আগেই পৌঁছে যাবেন?
উত্তর: মঙ্গলবার রাতে উমেশ যাদবের বউ তানিয়া পৌঁছবেন৷ ধোনির স্ত্রী সাক্ষী সম্ভবত আসছেন না৷ সদ্যোজাত কন্যাকে এত দূর নিয়ে আসতে চাইছেন না, সম্ভবত৷ অজিত রাহানের স্ত্রী রাধিকা পৌঁছবেন বুধবার৷
প্রশ্ন: ক্রিকেটারদের স্ত্রী-রা কি আসছেন বোর্ডের অনুমতি নিয়ে?
উত্তর: অবশ্যই৷
প্রশ্ন: বিরাট কোহলির বান্ধবী অনুষ্কা শর্মা আসছেন নাকি?
উত্তর: কোনও খবর নেই এখনও৷ তবে, খবর আছে, সোমবার তিনি মুম্বইয়ে কেন্দ্রের তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে দেখা করেছেন৷
প্রশ্ন: মঙ্গলবার অপশনাল প্র্যাকটিস থাকা সত্ত্বেও ১৬ জন ক্রিকেটারই কি এসেছিলেন?
উত্তর: হ্যাঁ, ১৬ জনই৷ বোঝা যাচ্ছে, কোয়ার্টার ফাইনালের জন্য নিষ্ঠা ও আম্তরিকতার কোনও অভাব নেই৷
প্রশ্ন: অনুশীলন কেমন হল?
উত্তর: হালকা এক্সারসাইজ, ক্যাচ প্র্যাকটিস এবং মিনিট চল্লিশের ফুটবল৷ রবিচন্দ্রন অশ্বিন মাঝখানের ২২ গজের ঠিক পাশে বোলিং করলেন৷ কয়েকজন হালকা নকিং-এ ব্যাটে বল লাগালেন৷ মূল প্র্যাকটিস নেটে ব্যাটিং-বোলিং হবে বুধবার৷ এবং প্রচার মাধ্যমের সঙ্গে কথা বলতে আসবেন সুরেশ রায়না৷ ধোনি নন৷
ConversionConversion EmoticonEmoticon