নিজেদের মাঠ কাম্প নউয়ে রায়ো ভায়েকানোকে ৬-১ গোলে উড়িয়ে দেয়ার ম্যাচে একাই তিনটি গোল করেন মেসি।
গত ১৫ ফেব্রুয়ারি লেভান্তের বিপক্ষে তিন গোল করে করে লিগে সর্বোচ্চ হ্যাটট্রিকের দৌড়ে রোনালদোকে স্পর্শ করেছিলেন মেসি।
আর সব ধরণের প্রতিযোগিতা মিলে বার্সেলোনার জার্সিতে মেসির এটা ৩২তম হ্যাটট্রিক। স্পেনের কোনো ক্লাবের হয়ে সবচেয়ে বেশি হ্যাটট্রিকের সংখ্যাও এটা।
ConversionConversion EmoticonEmoticon