BDNow24 News

নগ্ন হয়ে ঘুমালে অনেক উপকার!

প্রতিদিন কত নতুন নতুন তথ্য যে জানা যায়! সম্প্রতি জানা গেছে, কাপড়-চোপড় পরে ঘুমানোর চেয়ে কাপড় না পরে ঘুমানোয় উপকার বেশি। চলুন ডয়চে ভেলের প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক কী কী উপকার এতে।
সুখী করে
দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রীর নগ্ন হয়ে ঘুমানো নাকি ভালো। ইউএসএ কটন ২০১৪ সালে এক জরিপ চালিয়ে দেখেছে, জরিপে অংশ নেওয়াদের মধ্য যারা নগ্ন হয়ে ঘুমাতে অভ্যস্ত, তাদের মধ্যে শতকরা ৫৭ ভাগই মনে করেন যে তারা সুখী। পাজামা পরে যারা ঘুমান তাদের মধ্যে সুখী যুগল ছিল শতকরা ৪৮ ভাগ।
নারীর জন্য ভালো
কসমোপোলিটান ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ডাক্তার জেনিফার লান্ডা জানান, সব সময় কাপড় পরে ঘুমালে মেয়েদের বিশেষ কিছু রোগের ঝুঁকি বেড়ে যায়। তিনি জানান, কাপড় পরার ফলে শরীরের তাপমাত্রা একটু বেশি থাকে আর তাপমাত্রা খুব বেশি হলে মেয়েদের যোনিপথের আশপাশে খুব তাড়াতাড়ি ছত্রাক বা ব্যাকটেরিয়া বাড়তে থাকে।
গুহাবাসীদের মতো.....
নিউরোলজিস্ট ব়্যাচেল সালাস ওয়াল স্ট্রিট জার্নালকে দুই বছর আগেই বলেছিলেন, গুহামানবদের মতো আধুনিক, ফ্যাশন সচেতন মানুষেরও গায়ে সুতা না রেখে ঘুমানো ভালো। তিনি বলেন, ''আমাদের পূর্বসূরীরা এক সময় নগ্নই ঘুমাতেন। মাংসাসী প্রাণীদের হাত থেকে বাঁচার জন্য তাঁরা মূলত গুহায় ঘুমাতেন এবং তা নগ্ন হয়ে। তাই নগ্ন হয়ে ঘুমালে আজও আমরা কিছুটা নিরাপদ বোধ করি।''
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে
মাইক ডট কম নামের একটি ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়, শরীরে ত্বক যদি ত্বকের সরাসরি সংস্পর্শে থাকে, তাহলে স্ট্রেস হরমোন 'কর্টিসল' হ্রাস পায়। ফলে কর্টিসল যে কারণে রোগপ্রতিরোধ বাধাগ্রস্ত করে, সে সমস্যাটা কমে যায়। শরীরের এক অংশের ত্বক অন্য অংশের ত্বকের সংস্পর্শে থাকলে 'অক্সিটোসিন'-এর মাত্রা বেড়ে যায়, যাতে উচ্চরক্তচাপের রোগীদের উপকার হয়। 
ভালো ঘুম হয়
যারা কাপড় পরে ঘুমান তাঁদের কি ঘুম ভালো হয় না? না, এমন কথা কেউ বলেনি। তবে ২০০৪ সালের এক সমীক্ষায় দেখা গেছে, শরীরের তাপমাত্রা ঘুমের ওপর প্রভাব ফেলে। তাই গরমে কাপড় পরে ঘুমালে শরীরের তাপমাত্রা বেড়ে যায়, তাতে ঘুম ভালো হয় না। সে অবস্থায় শরীরে কোনো কাপড় না থাকলে ক্ষতি নেই, বরং লাভই বেশি, কেন না ঘুম হবে দারুণ! 
Previous
Next Post »
Thanks for your comment