মানুষ কত খারাপ হতে পারে তা নিজে চোখে না দেখলে কেউ বিশ্বাস করতে পারে না। একজন অফিসের উদ্ধর্তন কর্মকর্তা কিভাবে মানুষের সাথে একটা নতুন খেলায় মেতে ওঠে তা ভাবতেই অবাক লাগবে।
শুধু একটা মেয়ের দিকে কিভাবে একটা বসের লোলুপ দৃষ্টি পড়লে তার পারিবারিক, সামাজিক জীবনে কতটা বির্পযয় নেমে আসে তা সত্যিই ভয়াবহ।
আসলে আমাদের সমাজে নারী এখনো নির্যাতনের শিকার। তাকে কোনো কোনো না ভাবে সমাজে স্বার্থনেষী মানুষের কাছে সবকিছু হারাতে হচ্ছে। যার নেই কোনো বিচার। যা তাদের জীবনকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে।
ConversionConversion EmoticonEmoticon