BDNow24 News

বিয়েতে গান বাজাতেও লাগবে লাইসেন্স!

গানের ব্যাপারে সবসময়ই আলাদা মনোযোগ দেওয়ার জন্য খ্যাতি রয়েছে ইয়াশ রাজ ফিল্মসের। সুরেলা গান, সুন্দর লোকেশন আর বিশেষ কোরিওগ্রাফি - সব মিলিয়ে হিন্দি সিনেমার গানকে অনন্য পরিচয় দিয়েছে এই ব্যানার। 
তবে এখন থেকে তাদের ব্যানারের সিনেমার গানগুলোর বাণিজ্যিক ব্যবহার করতে চাইলে লাগবে লাইসেন্স। অর্থাৎ এখন থেকে যে কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানে (হোটেল,রেস্তোরাঁ কিংবা শপিং মল) ইয়াশ রাজ ফিল্মসের গান বাজাতে হলে সেই প্রতিষ্ঠানকে নিতে হবে লাইসেন্স।
নির্দিষ্ট পরিমাণ সম্মানী দিয়ে গানগুলোর সত্ত্ব কিনে নিতে হবে নোভেক্স কমিউনিকেশন্সের কাছ থেকে। ইতোমধ্যেই ভারতজুড়ে ১৩৫টি হোটেলকে লাইসেন্স সংগ্রহের নোটিশ পাঠিয়েছে ইয়াশ রাজ ফিল্মস।
শুধুমাত্র বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়, বিয়ের অনুষ্ঠানের ক্ষেত্রেও এই নিয়ম বলবৎ থাকবে।
এমনকি লাইসেন্সের ব্যবহার সঠিকভাবে হচ্ছে কি না, তা দেখার জন্য নজরদারী কমিটিও পাঠাবে ইয়াশ রাজ ফিল্মস।
Previous
Next Post »
Thanks for your comment