স্বপ্নের বিশ্বকাপ খেলে দু দিন আগেই দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপে লোয়ার অর্ডারে বাংলাদেশের নির্ভরতার প্রতীক হয়েছিলেন সাব্বির রহমান। মারমুখী ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও বেশ কার্যকরী এই ক্রিকেটার বাংলাদেশে ফিরেই চলে গেছেন গ্রামের বাড়ি রাজশাহীতে।
রাজশাহীর গর্ব হিসেবেই এখন বেশি পরিচিত সাব্বির। বিশ্বকাপের অসাধারণ খেলে রাজশাহীতে ফেরার পর সাব্বিরের বাড়িতে আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে। প্রথমদিনের পুরোটা সময় ই কাটিয়েছেন বন্ধু এবং পরিবারের সাথে। তার প্রিয় খাবার গুলো রান্না করেছেন তার মমতাময়ী মা। বন্ধুরা সাব্বিরের জন্যে কেক নিয়ে আসেন। যেখানে কেকের উপরে সাব্বিরের নাম এবং ১৮৪ লেখা ছিল। বিশ্বকাপে সাব্বির ১৮৪ রান করেছেন সেজন্যেই ১৮৪ লিখে বন্ধুরা উপহার দেয় সাব্বিরকে।
ডেইলি স্টারকে দেয়া এক সাক্ষাৎকারে সাব্বির বলেন,‘যখন দলের ভেতর সবাই জানলো শুধু আমি ই রাজশাহী জেলার, তখন সবাই আরো বেশি ভালোবাসতে লাগলো আমাকে।’
ক্রিকেট থেকে আপাতত কয়েকদিন দূরে থাকতে চান সাব্বির রহমান। রাজশাহিবাসীর ভালোবাসায় সিক্ত হয়ে নিজেকে রাজশাহীর গর্ব মনে হচ্ছে বলেও জানান সাব্বির,‘অনেক মানুষ এসেছিল আমাকে আমন্ত্রণ জানাতে। আগামী দশদিন আমি ক্রিকেট থেকে দূরে থাকতে চাই এবং যতটা সম্ভব পরিবার ও বন্ধুদের সাথে সময় কাঁটাতে চাই।’
ConversionConversion EmoticonEmoticon