হালের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও আ খ ম হাসান। দুজনই তাদের চরিত্রেরমাধুর্য ফুটিয়ে তুলেছেন নিজেদের ক্যারিয়ার। তবে এবার হয়েছে ভিন্ন কিছু, তারা দুজন চুরি করতে গিয়ে ধরা খেয়ে গ্রামবাসীর কাছে গনপিটুনিতে কাহিল । এক বাড়িতে চুরি করতে গিয়ে পরিচয় হয় দুই চোর মোশাররফ করিম ও হাসানের। বিছানায় ঘুমন্ত মহিলার কানের দুলটি নিতে গিয়ে টের পায় মহিলাটি মৃত।
এরই মধ্যে মহিলার স্বামী এবং শাশুড়ি চিৎকার চেঁচামেচি শুরু করলে গ্রামের মানুষ এসে চোর দুটিকে ধরে ফেলে। মহিলার স্বামী এবং শাশুড়ির ধারণা চোরগুলোই মহিলাকে মেরে ফেলেছে। গ্রামবাসী পিটুনি দিয়ে বেঁধে রাখে নারিকেল গাছের সাথে। সকালবেলা পুলিশ চলে আসে এবং জানতে চায় কে খুন করেছে? হাসান চিন্তা করে তার কেউ নেই, তাই সে মরলে কিছু যায় আসে না। করিমের অন্তত একটা বউ আছে। তাই সে পুলিশের কাছে স্বীকার করে যে সে নিজেই খুন করেছে।
এমন গল্প নিয়ে এগিয়ে যায় নাটক ‘তখনো সূর্য ডোবেনি’। জাকির হোসেন উজ্জ্বলের রচনায় নাটকটি পরিচালনা করেছেন শাহ মোহাম্মদ সংগ্রাম। এতে দুই চোরের ভূমিকায় অভিনয় করেছেন এই সময়ের জনপ্রিয় দুই অভিনেতা মোশাররফ করিম ও আ খ ম হাসান।
ConversionConversion EmoticonEmoticon