BDNow24 News

পাসওয়ার্ড মনে রাখার ঝামেলা থেকে মুক্তি!

অনলাইনে নিজের ব্যক্তিগত তথ্য গোপন রাখার স্বার্থেই দেয়া হয় পাসওয়ার্ড।  তবে এতো পাসওয়ার্ড মনে রাখা সম্ভবও না। এটা সহজ কথাও নয়। পাসওয়ার্ড ভুলে গিয়ে বারবার বিপদেও পড়তে হয়। অনলাইনের এ প্রযুক্তি সম্পর্কে যাদের জ্ঞান কম, তাদের অন্য কারো কাছে সাহায্য নিতে হয়। কিন্তু এবার কারো কাছে সাহায্য নিতে হবে না। কারণ পাসওয়ার্ড মনে রাখার মতো ঝামেলা থেকে মুক্তি মিলতে যাচ্ছে।
সম্প্রতি বিকল্প পদ্ধতির পাসওয়ার্ড আনার ঘোষণা দিয়েছে ইয়াহু ও মাইক্রেসফট। মাইক্রোসফট কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০ এর জন্য ফেসিয়াল-রিকগনিশন ও ফিঙ্গারপ্রিন্ট শনাক্তকরণ প্রযুক্তি আনছে। এর ফলে ব্যবহারকারীরা তাদের আঙুলের ছাপ বা মুখের ছবি পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করতে পারবেন।
ইয়াহু জানিয়েছে, ইয়াহু অ্যাকাউন্টে সাইন ইন করতে চাইলে প্রতিবারই নতুন পাসওয়ার্ড চলে যাবে ব্যবহারকারীরর মোবাইল ফোনে। আর ওই পাসওয়ার্ড দিয়ে তিনি একবারই লগ ইন করতে পারবেন।
Previous
Next Post »
Thanks for your comment