BDNow24 News

আইফোনের জন্য মাকে বিষ খাওয়ালো মেয়ে



শুক্রবার মার্কিন পুলিশ ১২ বছর বয়সী এক মেয়েকে গ্রেপ্তার করে তার মাকে বিষ প্রয়োগের অপরাধে। তার এ বিষ খাওয়ানোর উদ্দেশ্য ছিল মায়ের আইফোনটি হস্তগত করা। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ইন্ডিয়া টুডে।
যুক্তরাষ্ট্রের কলোরাডো রাজ্যের সেই মেয়ে তার মায়ের আইফোনটি হস্তগত করার জন্য তাকে দুইবার বিষ প্রয়োগ করে। এক সপ্তাহের মধ্যেই এ দুটি ঘটনা ঘটে। ফলে পুলিশ তাকে গ্রেপ্তার করতে বাধ্য হয়।
স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার প্রধান হেইডি প্রেন্টাপ বলেন, তার মাকে মেয়েটি এক সপ্তাহের মাঝেই দুইবার ব্লিচ খাওয়ানোর চেষ্টা করে।
তিনি আরও জানান, ২ মার্চ মেয়েটি সকালে নাস্তার সময় পানীয়ের সঙ্গে মেয়েটি ব্লিচ মিশিয়ে দেয়। সেটি সে নিজেই প্রস্তুত করেছিল।
তবে তার মা স্মুথিতে ব্লিচের গন্ধ পেয়েছিলেন। সে সময় প্রাথমিকভাবে তিনি মনে করেছিলেন, মেয়েটি ঠিকভাবে গ্লাস পরিষ্কার করতে পারেনি। এ কারণে গন্ধ রয়ে গেছে।
এ ঘটনার চার দিন পর মেয়েটি তার মায়ের বেডরুমে রাখা পানির পাত্রে ব্লিচ মিশিয়ে দেয়। এরপর তিনি আবার ব্লিচের গন্ধ পেয়ে তার মেয়েকে সে বিষয়ে জিজ্ঞাসা করেন।
পুলিশ জানায়, সন্দেহের বশবর্তী হয়ে বিষয়টি অনুসন্ধান করতে গিয়ে সে নারী বিষয়টি জানতে পারেন যে, ১২ বছরের মেয়েটি তার মাকে হত্যা করে তার আইফোনটি হস্তগত করতেই এ ঘটনা ঘটায়। এরপর পুলিশ গিয়ে মেয়েটিকে গ্রেপ্তার করেছে। এ বিষয়ে পুলিশ ইতিমধ্যেই পর্যাপ্ত তথ্য-প্রমাণ পেয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হচ্ছে। 
Previous
Next Post »
Thanks for your comment