আমার মনে হয় অস্ট্রেলিয়া। সম্ভবত অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা ফাইনাল খেলবে এবং অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হবে। এমটাই আগে ভাগে ভবিষ্যৎবাণী করে দিলেন বাংলাদেশী কোচ শ্রীলঙ্কান সাবেক ক্রিকেটার চন্ডিকা হাথুরুসিংহে।
এবার বিশ্বকাপ ফাইনাল খেলবে কোন কোন দল? সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে হাথুরুসিংহের ফাইনালিস্টের তালিকায় রয়েছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। নেই ভারত।
বাংলাদেশ কোচের ভবিষ্যদ্বাণী ফলে গেলে ২৬ মার্চ সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষেই শেষ হবে ভারতের বিশ্বকাপ-অধ্যায়। শুধু বাংলাদেশ কোচই নন, অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার ফেবারিটও কিন্তু অস্ট্রেলিয়া। মাশরাফি একাধিকবার জানিয়েছেন, অস্ট্রেলিয়া এবার সম্ভাব্য শিরোপাজয়ী।
আবার নিজ বাংলাদেশ নিয়েও তিনি বলেন, কোয়ার্টার ফাইনালে ওঠাই ছিল মূল লক্ষ্য। তারপর ম্যাচ ধরে এগোনো। সেভাবেই ভেবেছিলাম। এখন যদি দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা বলেন, তাহলে বলব ২০১৬ সালের টি-টোয়েন্টি। সেখানে আবার নিজেদের সামর্থ্য দেখাতে চাই।
বাংলাদেশে দলনায়ক মাশরাফির প্রশংসা করেও তিনি বলেন, হাথুরুসিংহে বললেন, সে অসাধারণভাবে দায়িত্ব পালন করেছে। সে একজন সত্যিকারের নেতা, আমি তো বলব নেতা হিসেবে দৃষ্টান্ত সৃষ্টি করেছে। সতীর্থদের কাছে সে অনেক বড় ভরসার নাম, তাদের কাছ থেকে খেলা আদায়ে যা খুব সহায়ক হয়েছে।
আগামী ২৬ মার্চ সিডনিতে ২য় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ৪ বারের চ্যাম্পিয়ান অস্ট্রেলিয়া ও বর্তমান চ্যাম্পিয়ান ভারত।
ConversionConversion EmoticonEmoticon